চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ জন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথাও বলেছেন তিনি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় জানানো হয় শনিবার ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন।
বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রবল গণ আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন প্রশ্নে মুহাম্মদ ইউনূস দুটি সময়ের কথা বলে আসছিলেন এতদিন।
দেশীয় ও বিদেশি সংবাদ মাধ্যম এবং নানা আয়োজনে এতদিন তিনি এ বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিলেন।
মুহাম্মদ ইউনূস ‘রাষ্ট্র সংস্কার’ বিষয়ে বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন, কমিশনগুলো নানা প্রস্তাবও দিচ্ছে, তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।
আওয়ামী লীগের অনুপস্থিতে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে, তবে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করার অভিযোগ এনে তাদের যুগের মিত্র্র জামায়াতে ইসলামী তাদের সমালোচনা করে আসছিল।
নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতেও নির্বাচন প্রশ্নে কোনো তাড়াহুড়ো নেই। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠন সারজিস আলম উল্টো মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার আগ্রহের কথা বলেছেন।
এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি বক্তব্য তুমুল আলোচনা তৈরি করেছে। সুনামগঞ্জে একটি থানা উদ্বোধন করতে গিয়ে তিনি দাবি করেছেন, জনগণ বর্তমান সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়।
এই কথা রাস্তাঘাটে শুনতে পারার দাবি করেছেন এ উপদেষ্টা। তার এই বক্তব্য নিয়ে নানা সমীকরণের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন প্রশ্নে তার দুটি সম্ভাব্য সময়সীমা একটিতে নিয়ে এলেন।
বৈঠকে আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত আটটি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।
সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান সংস্কার কমিশনের দুই সদস্য।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নির্বাচন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সংস্কার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh