বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক

বিশ্ব স্ট্রোক দিবসকে সামনে রেখে এ রোগ প্রতিরোধ, চিকিৎসা এবং পুনর্বাসনে সমন্বিত কার্যক্রমের গুরুত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করতে যাচ্ছে সাপ্তাহিক পত্রিকা সাম্প্রতিক দেশকাল। 

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় মোহাম্মদপুর সাম্প্রতিক দেশকালের কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 

‘মূল্যবান সময় বাঁচানোর গুরুত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ২৯ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস। সারাবিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ ধরা হয় স্ট্রোককে। বিশ্বে প্রতি ৬ সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে প্রতি ছয়জনে একজনের। 

দেশে ক্রমাগতই বাড়ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এক বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে স্ট্রোকে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ হাজার ৫০২ জন। যা বেড়ে ২০২০ সালে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৩৬০ জনে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ২০১৮ সালের এক জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে প্রতি হাজারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ১১ দশমিক ৩৯ জন মানুষ। প্রায় ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে বাংলাদেশে। স্ট্রোকের ঝুঁকি ৬০ বছরের বেশি মানুষের মধ্যে ৭ গুণ বেশি। নারীর চেয়ে পুরুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ। শহরের চেয়ে গ্রামে কিছুটা বেশি স্ট্রোকের প্রকোপ।

গোলটেবিল বৈঠকে অংশ নেবেন- অধ্যাপক ডা. এম মোজাহেরুল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর-২, টিএমএসএস, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া ফারুক, চিফ অপারেটিং অফিসার, ইমপালা পেইন এন্ড রিহ্যাবিলিটেশন কেয়ার, কাউসার মাহমুদ, ট্রাস্টি-বাংলাদেশ স্ট্রোক এসোসিয়েশন, ডা. শিরাজী শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, নিউরোলজি এন্ড নিউরো-ইন্টারভেনশনাল বিশেষজ্ঞ, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স এন্ড হাসপাতাল, ডা. মো. আব্দুল্লাহ আল মুজাহিদ, সহকারী অধ্যাপক, স্ট্রোক এন্ড ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ, বিএসএমএমইউ, ওসমান গণি, সাধারণ সম্পাদক ও ট্রাস্টি, বাংলাদেশ স্ট্রোক এসোসিয়েশন, ইয়াসমিন আরা ডলি, পরিচালক, বাংলাদেশ কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার ও সাবেক ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন, তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ওকুপেশনাল থেরাপি এসোসিয়েশন, ফিদা আল শামস, সভাপতি, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস।

সাম্প্রতিক দেশকাল দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় সাপ্তাহিক। পত্রিকাটি খবর প্রকাশের পাশাপাশি বিভিন্ন দিবস ও বিষয়কেন্দ্রিক সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার-সিম্পোজিয়াম-গোল টেবিল বৈঠক আয়োজন করে থাকে।

আয়োজনে সহযোগিতায় রয়েছে আইএসও সনদপ্রাপ্ত একমাত্র পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার প্রতিষ্ঠান ইমপালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //