দেশে শিশুদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গুতে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ শতাংশই শিশু।
গতকাল সোমবার (৩ জুলাই) ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনই শিশু। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
চিকিৎসকরা বলছেন, হাসপাতালে অনেক শিশু আসছে জ্বর ছাড়াই। তবে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ছে।
শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে শূন্য থেকে এক বছরের শিশুরা বেশি হাসপাতালে আসছে। চিকিৎসকরা তাদের রোগ সম্পর্কে বুঝে ওঠার আগেই মারা যাচ্ছে। মোটা বা বেশি ওজনের শিশুদের ‘শক সিনড্রোম’ দেখা দিচ্ছে। এছাড়া বেশিরভাগ রোগীই দেরিতে হাসপাতালে আসে। ফলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। এমনটা করা যাবে না। জ্বর হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে।
তিনি জানান, বর্তমানে শিশু হাসপাতালে ১২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে একটি শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, শিশুদের দ্রুত শক সিনড্রোম দেখা দিচ্ছে। এবার ডেন-২ ও ডেন-৩ ধরনে রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই জ্বর দেখা দিলেই শিশুকে হাসপাতালে নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের (এনসিডিসি) লাইন ডিরেক্টর রোবেদ আমিন বলেন, রক্তচাপ কমে যাওয়া, অবসাদগ্রস্ততা, ঘাম হওয়া ও বমি ভাব দেখা দিলেই তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি হয়ে ফ্লুইড বা স্যালাইন নিতে হবে। তা না হলে ডেঙ্গু রোগীর মৃত্যুঝুঁকি থাকে। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh