মশার কামড় সহ্য করেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। কম-বেশি সবাইকেই এর কামড় সহ্য করতে হয়। তবে কিছু মানুষকে যেন একটু বেশিই মশা কামড়ায়। এর পেছনে প্রথমত দায়ী ত্বকে থাকা কিছু বিশেষ উপাদান। জেনে অবাক হবেন, মশা কাকে বেশি কামড়াবে তার অনেকটাই নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরেছেন তার ওপর। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
এডিস মশা প্রথমে আকৃষ্ট হয় মানুষের দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইডে। তারপর, যে উৎস থেকে ওই কার্বন-ডাই-অক্সাইড নির্গত হচ্ছে এবং তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। গবেষকদের মতে, মশার প্রিয় রঙ লাল, কমলা, কালো ও আকাশি। এই রঙগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় মশা।
বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণাপত্রে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন।
এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিলো, মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। নিশ্বাস থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড, ঘাম ও দেহের উষ্ণতা। এই তালিকায় এবার চতুর্থ বিষয় হিসেবে যুক্ত হলো রঙ।
গবেষণা থেকে জানা যায়, গাড় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থে আকৃষ্ট হয় মশা। তাই মশার কামড় কম খেতে চাইলে এই রঙগুলো এড়িয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি রঙের পোশাক পরবেন?
জানা যায় সবুজ, বেগুনি, নীল ও সাদা রং দেখলে দূরে পালায় মশা। এসব রং একেবারেই পছন্দ করে না প্রাণীটি। তাই মশার কামড় থেকে এসব রঙের পোশাক পরুন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh