স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বিশ্বব্যাপী চিকিৎসকদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ পরীক্ষা MRCP (UK)-PACES পরীক্ষা বাংলাদেশেই নেয়া হবে। ক্লিনিক্যাল পরীক্ষায় MRCP অত্যন্ত গুরুত্ব বহন করে।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে MRCP (UK) Part-2 (PACES) পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রায় এক হাজার জন প্রার্থী বর্তমানে অপেক্ষমাণ আছে। প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসকগণ এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করলেও সুযোগ প্রায় খুবই কম। বর্তমানে বাংলাদেশের নিকটবর্তী দেশ হিসেবে ভারত ও সিঙ্গাপুরে এই পরীক্ষাটিতে অংশ নেয়া যায়। এছাড়া বাংলাদেশের কাছাকাছি অন্যান্য দেশ কুয়েত, ওমান, কাতার, মিশর, মালয়েশিয়ায় MRCP-PACES পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেগুলোতে অংশ নেয়া যায়। কিন্তু এসব দেশে পরীক্ষা যেমন ব্যয়বহুল তেমনি অংশ নেয়া কঠিন। এজন্য দেশে এই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করায় দেশের চিকিৎসকদের অনেক সুবিধা হবে।
পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের আর্থিক ব্যয় প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব পরীক্ষায় অংশ নিতে প্রতি প্রার্থীকে ২-৩ লাখ টাকা করে ব্যয় করতে হয়। বাংলাদেশে এটি আয়োজন করা গেলে দেশের প্রার্থীদের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শহীদুল্লাহসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন রয়েল কলেজ অব ফিজিশিয়ান অব এডিনবার্গ এর ওভারসিস আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক কাজী তারিকুল ইসলাম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh