বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।
আজ বুধবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর বি-ব্লকে স্থাপিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবার।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
তিনি বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে শেখ হাসিনার সঙ্গী হিসেবে দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতেন। আজকে আমরা অত্যন্ত দুঃখভরা মন নিয়ে তার জন্মদিন পালন করছি। পচাঁত্তরে একদল রাজনীতিবিদ বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৬ সদস্যকে হত্যা করেছে। তারাই ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। তাদের ইচ্ছে ছিল আমাদের নেত্রী প্রধানমন্ত্রীকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু আজ প্রমাণিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশকে নিশ্চিহ্ন করা যায় না।
তিনি আরও বলেন, সামনে আমাদের নতুন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে আবারও শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh