বিশ্ব নিউমোনিয়া দিবস আজ: চলতি বছর ২৬ হাজার শিশুর মৃত্যু

আজ রবিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস। ২০০৯ সাল থেকে ফুসফুসের রোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ দিনটি  'বিশ্ব নিউমোনিয়া দিবস' পালিত হয়ে আসছে। সারা বিশ্বে মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। 

নিউমোনিয়া হলো জীবাণুজনিত ফুসফুসের প্রদাহ। যা ফুসফুসে থাকা বায়ুথলীকে সংক্রামিত করে। মূলত বাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসসজনিত কারণে ফসফুসের এই প্রদাহ হয়ে থাকে। বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে, অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে।

দেশে প্রতি ঘণ্টায় দুই শিশু মারা যাচ্ছে নিউমোনিয়ায়। চলতি বছর মারা গেছে ২৪ হাজার। ১৪ বছর ধরে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। গবেষকরা বলছেন, এর অন্যতম প্রধান কারণ বায়ুদূষণ। তাদের মতে, বায়দূষণ কমলে নিউমোনিয়ায় মৃত্যুঝুঁকি অর্ধেক কমানো সম্ভব।

শারীরিক অবস্থা অনুযায়ী নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়। আনোয়ার খান মডার্ন হাসপাতালের প্রভাষক  ড. আফরিদা ইসলাম বলেন, নিউমোনিয়ার প্রধান লক্ষণ হলো জ্বর। এ ছাড়া সর্দি, কাশি, শ্বাসকষ্ট,  ক্লান্তিভার কারণে এ রোগ শরীরে বাসা বাঁধতে পারে। সাধারণত যেকোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে ২ বছরের কম বয়সী শিশু এবং বয়স্কদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে।

ড. আফরিদা ইসলাম জানান, শীতকালে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এই সময়ে শিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। শিশুকে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো এবং ৬ মাস পর বুকের দুধের পাশাপাশি অন্যান্য সুষম খাদ্য নিশ্চিত করার মধ্য দিয়ে এই রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব। এ ছাড়া নিবিড় টিকাদান কার্যক্রম (ইপিআই) এর আওতায় নিময়মত শিশুকে ঠিকাদার করা জরুরি। বয়স্কদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই শীতে শিশু আর আর বয়স্কদের প্রতি খেয়াল রাখা দরকার।

নিউমোনিয়া রোধে করণীয়: 

১. জ্বর হলে বিশ্রাম নিন। 

২. নিজেকে ধুলোবালি থেকে দূরে রাখুন। 

৩. হাঁচি-কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখুন।  

৩. অ্যাজমা ও ফুসফুসের রোগীরা ঠান্ডা থেকে দূরে থাকুন। 

৪. ধূমপান পরিহার করুন। ধূমপান ফুসফুসের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ধ্বংস করে দেয়।

৫. নিউমোনিয়ায় প্রকোপ বেশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন।

বিশেষ করে টিকা দিতে হবে। যেমন- ইনফ্লুয়েঞ্জার জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন খুবই কার্যকর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //