ইউনিভার্সেল হাসপাতালে মডেল চেম্বার উদ্বোধন

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মডেল চেম্বার জোনের উদ্বোধন হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি।

মডেল চেম্বারে সপ্তাহের শুক্রবারসহ প্রতিদিন অধ্যাপক পর্যায়ের চিকিৎসক দ্বারা রোগীদের স্বার্থে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আধুনিক সুবিধা সম্বলিত ও শীতাতপ নিয়ন্ত্রিত মডেল জোন চালু করা হয়, যেখানে হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনিরোগ, ইউরোলজি এবং চক্ষুরোগসহ গুরুতপূর্ণ বিভাগে চিকিৎসা প্রদান করা হবে যাতে রোগীরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ এ কে মাহবুবুল হক, উপ পরিচালক ডাঃ কাজী রফিকুল আলম, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল ইসলাম, এসজিপি (অব:), চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাঃ নাসির উদ্দিন আহমেদ, সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, রেসপাইরেটরী কেয়ার ইউনিটের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন সরকার, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ মোঃ তানভীরুল ইসলাম, চক্ষুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ ফরহাদ হোসেন, কার্ডিয়াক সার্জন ডাঃ রোমেনা রহমান  সহ হাসপাতালের কনসালটেন্টবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ।

উল্লেখ্য, হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট সুপারস্পেস্যালিটি ইউনিভার্সেল মেডিসিটির নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যেখানে একটি পুর্নাঙ্গ ক্যান্সার সেন্টারসহ অঙ্গপ্রতিস্থাপন (লিভার, কিডনি, বোনম্যারো) সহ একছাদের নিচে উন্নত বিশ্বের সকল সুবিধা বিদ্যমান থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //