সারাদেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘সর্বাত্মক কর্মবিরতি’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।
রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ করেছেন যে চিকিৎসা ঠিক মতো হয়নি, তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শাটডাউন তুলে নেন। বিশেষ পরিস্থিতিতে কথা বলছি। যখন তিনটি ঘটনা ঘটেছে। যেটির কোনোটি কাম্য নয়।’
এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় রবিবার সকাল থেকে হাসপাতালটির জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।
এরই মধ্যে দুপুরে সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh