২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ২ মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৬

দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৬৬ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জন আর হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০০ জনে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে মৃত ২ জনের একজন বরিশাল বিভাগের বাসিন্দা। আরেকজন ঢাকা বিভাগের। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৭ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১২১ জন, বরিশালে ৫৫ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৩৬ জন রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ১২ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৭৭২ জন রোগী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh