অনুমতি ছাড়াই বাংলাদেশে ডাক্তারি করছে ভারতীয় চিকিৎসকরা: ডা. রফিক

বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন জুলাই-আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চিকিৎসা করে যাচ্ছেন। অথচ, বাংলাদেশিরা বৈধ কাগজ নিয়ে ভারতে চিকিৎসার জন্য যায়। 

তিনি বলেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সব ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, তারা একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব চায়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন। তারা দেশের বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh