অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
আফ্রিকার দেশ উগান্ডায় এক রহস্যময় নতুন সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির বুন্ডিবুগিও জেলায় ছড়িয়ে পড়া এই অসুখ স্থানীয়ভাবে ‘ডিঙ্গা ডিঙ্গা’ নামে পরিচিত। ইতোমধ্যে তিন শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও কিশোরী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বার্তা সংস্থা আইএনএস জানিয়েছে, এই রোগের প্রধান লক্ষণ হলো তীব্র জ্বরের সঙ্গে শরীরে নিয়ন্ত্রণ-হীনভাবে কাঁপুনি। এখান থেকেই অসুখের নামকরণ হয়েছে। স্থানীয় শব্দ ডিঙ্গা ডিঙ্গার অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’।
উগান্ডার চিকিৎসকরা জানিয়েছেন, ২০২৩ সালে প্রথমবার ডিঙ্গা ডিঙ্গা রোগের কথা জানা যায়।
এই রোগে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি-কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, সারা শরীরে ব্যথার মতো লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা, করোনাভাইরাস, ম্যালেরিয়া, হাম হলে যেরকম শ্বাসকষ্ট হয়, ডিঙ্গা ডিঙ্গা রোগেও সেই লক্ষণ দেখা যাচ্ছে। তবে ডিঙ্গা ডিঙ্গা রোগ ঠিক কী কারণে হচ্ছে, সেটা এখনও ধরতে পারেননি বিজ্ঞানীরা।
ভারতীয় বার্তা সংস্থা আইএনএস জানায়, এরই মধ্যে প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই নারী ও শিশু। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর আসে এবং দেহ কাঁপতে কাঁপতে নাচের মতো অবস্থা হয়।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত খুব দুর্বল হয়ে যায়। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এ নিয়ে তদন্ত শুরু করেছে উগান্ডার স্বাস্থ্য বিভাগ।
তবে এখন পর্যন্ত এই ভাইরাসে কেউ মারা যায়নি। এমনকি এটি ছোঁয়াচে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ফ্রান্সে ১৫১৮ সালে প্রায় একইরকম সংক্রমণ দেখা যায়। এই ডিঙ্গা ডিঙ্গার মতোই লক্ষণ ছিল ওই রোগের। সম্প্রতি কঙ্গোতেও এমন ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh