কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের বাজেট বাড়ানোর দাবি

দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশ হয় উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে। এসব রোগের ওষুধ উপজেলা ও কমিউনিটি ক্লিনিকে বাজেট ঘাটতির কারণে সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) আয়োজিত এক ভার্চুয়াল সভায় এসব কথা জানান তারা।

বক্তারা জানান, দেশে বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ এসব অসংক্রামক রোগ দায়ী। এটি মোকাবেলায় অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের ৪ দশমিক ২ শতাংশ। এটি মোকাবেলায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে তারা বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন।

উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের কাজ শুরু হয়েছে বলে ওয়েবিনারে বক্তারা জানান। তবে উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন।

ওয়েবিনারে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, “সরকার উপজেলা হেলথ কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে।

“এই মুহূর্তে ওষুধের কিছুটা ঘাটতি আছে তবে আমরা দ্রুতই তা কাটিয়ে উঠতে পারব।”

উচ্চ রক্তচাপের প্রকোপ যেন না বাড়ে সে জন্য খাদ্যাভ্যাস ও জীবনাযাপনে পরিবর্তন আনার প্রতি জোর দিতে পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেক্ট আবু জামিল ফয়সাল।

জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, “বাজেট বৃদ্ধির মাধ্যমে উপজেলা হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে।”

প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক মলয় কান্তি মৃধা বলেন, “বাংলাদেশে অঞ্চল, বয়স, শিক্ষা ও লিঙ্গভেদে উচ্চ রক্তচাপের প্রকোপের পার্থক্য আছে।”

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভার সঞ্চালনায় ওয়েবিনারে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh