অস্কার ২০২০: যারা হলেন চূড়ান্ত বিজয়ী

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯২তম আসর অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে। এসময় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে চলচ্চিত্রের এই মহাযজ্ঞ শুরু হয়। জাঁকজমকপূর্ণ এ আসরে প্রতিবারের মতো ২৪টি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। 


এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক চারটি বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান ভাষায় নির্মিত‘প্যারাসাইট’। এবারই প্রথম সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের ৯২ বছরের ইতিহাসে ইংরেজি ব্যতিত অন্যভাষার ছবির জয় হলো।


বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের জমকালো এই আয়োজনে গতবারের মতোই ছিল না কোনো সঞ্চালক। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

৯২তম অস্কারের বিজয়ী তালিকা:

সেরা চলচ্চিত্র: প্যারাসাইট

সেরা অভিনেতা: ওয়াকিন ফিনিক্স (জোকার)

সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি)

সেরা পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)

সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড)

সেরা সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)

সেরা চিত্রনাট্য (মৌলিক): প্যারাসাইট (বং জুন-হো,হান জিন ওয়ান)

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জোজো র‌্যাবিট (টাইকা ওয়াইটিটি)

সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)

সেরা অ্যানিমেটেড ছবি: টয় স্টোরি ফোর

সেরা চিত্রগ্রহণ: নাইনটিন সেভেন্টিন (রজার ডিকিন্স)

সেরা পোশাক পরিকল্পনা: লিটল উইমেন (জ্যাকলিন ডুরান)

সেরা প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি

সেরা সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি (মাইকেল ম্যাককাসকার, অ্যান্ড্রু বাকল্যান্ড)

সেরা রূপ ও চুলসজ্জা: বম্বশেল (কাজু হিরো, অ্যান মর্গ্যান, ভিভিয়ান বেকার)

সেরা আবহসংগীত: জোকার (হিলদুর গুদনাদত্তির)

সেরা মৌলিক গান: আই’ম গনা লাভ মি অ্যাগেইন (রকেটম্যান, এলটন জন ও বার্নি টাউপিন)

সেরা শিল্প নির্দেশনা: ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড (বারবারা লিং, ন্যান্সি হেইফ)

সেরা শব্দ সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি (ডোনাল্ড সিলভেস্টার)

সেরা শব্দমিশ্রণ: নাইনটিন সেভেন্টিন (মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: নাইনটিন সেভেন্টিন (গ্রেগ বাটলার, গিওল র‌্যঁশো ও ডমিনিক টুয়ি)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য নেইবারস’ উইন্ডো

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ডইন অ্যা ওয়ারজোন-ইফ ইউ আর অ্যা গার্ল (ক্যারল ডিসিঙ্গার, এলেনা আন্ড্রেইশেভা)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: হেয়ার লাভ (ম্যাথু অ্যা. চেরি, কারেন রুপার্ট টলিভার)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //