কৃষ্ণাঙ্গদের সহায়তায় আইনি প্রতিরক্ষা তহবিলে জোলির অনুদান

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গদের নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন শুরু হয়েছিল। পুলিশ হেফাজতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে আবারও দেশটি জুড়ে চলছে বিক্ষোভ।

আন্দোলনে অংশ নেয়া কৃষ্ণাঙ্গদের সহায়তায় হলিউড তারকারা বিভিন্ন তহবিলে অনুদান দিচ্ছেন। এ তালিকায় এবার যোগ দিলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। 

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের জাতীয় কল্যাণ সমিতি এনএএসিপির আইনি প্রতিরক্ষা তহবিলে ২ লাখ ডলার দিয়েছেন তিনি।

এন্টারটেইনমেন্ট টুনাইট নিউজকে জোলি বলেন, অধিকার নির্দিষ্ট কোনো ব্যক্তি বা একটি দলের ব্যাপার নয়। বৈষম্য ও দায়মুক্তি মেনে নেয়া যায় না। এ নিয়ে কোনো ব্যাখ্যা চলে না। আশা করি, সমাজের অন্যায় আচরণ দূরীকরণে মার্কিন নাগরিক হিসেবে আমরা একত্র হতে পারবো। 

তিনি বলেন, জাতিগত সমতা, সামাজিক ন্যায়বিচার ও জরুরি ভিত্তিতে আইন সংস্কারের জন্য এনএএসিপির আইনি প্রতিরক্ষা তহবিলের পাশে দাঁড়াচ্ছি।

অস্কারজয়ী এই তারকা গত ৪ জুন ৪৫তম জন্মদিন উদযাপন করেছেন। 

জোলি ছাড়াও অস্কার আর গ্র্যামিজয়ী মার্কিন তারকারা পুলিশি বর্বরতার বিরুদ্ধে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। গায়িকা আরিয়ানা গ্র্যান্ড, অভিনেত্রী টেসা থম্পসন, জেমি ফক্স, নিক ক্যাননসহ অনেকে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //