এবারের এমি অ্যাওয়ার্ডে নেটফ্লিক্সের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার এমি অ্যাওয়ার্ডে নেটফ্লিক্স এবার মোট ৪৪টি অ্যাওয়ার্ড জিতেছে। যা ১৯৭৪ সালে সিবিএসের রেকর্ড ৪৪টি অ্যাওয়ার্ড জেতার সমান।

নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ আর ‘দ্য কুইনস গ্যামবিট’ ১১টি করে এমি জিতেছে। অ্যাপল টিভি+ এর ‘টেড ল্যাসো’ জিতেছে সাতটি।

গত সোমবার (২০ সেপ্টেম্বর) ৭৩তম আসর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এল এ লাইভ এন্টারটেইনমেন্ট কমপ্লেক্সের ইভেন্ট ডেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা কমেডিয়ান ও উপস্থাপক সেডরিক দ্য এন্টারটেইনার। 


গত বছর করোনাভাইরাস মহামারির কারণে সীমিত পরিসরে এই আয়োজন হয়েছিল। এবার নির্মাতা, তারকা ও কলাকুশলীরা অনুষ্ঠানে সশরীর উপস্থিত ছিলেন। একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে এমির বিজয়ী নির্বাচিত হয়।

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি দ্য ক্রাউন ১১টি এমি অ্যাওয়ার্ড জিতেছে। নেটফ্লিক্সের এই সিরিজ বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজগুলোর একটি। এছাড়া নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল সিরিজ এটি। দ্য ক্রাউনে দেখানো বিভিন্ন ঘটনার সিনেম্যাটিক উপস্থাপন ও বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য আছে বলে ইতিমধ্যে মন্তব্য করেছে ব্রিটিশ রাজপরিবার। সিরিজটির পঞ্চম সিজনের শ্যুটিং এখন চলছে।

দি ক্রাউন

‘দি ক্রাউন’ সেরা সিরিজ নির্বাচিত হওয়ার পাশাপাশি এই সিরিজের চার অভিনেতা অভিনেত্রীও সেরার পুরস্কার নিজেদের ঝুলিতে নেন। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকায় অভিনয় করে অলিভিয়া কোলম্যান। ‘দি এক্স ফাইল’খ্যাত জিলিয়ান এন্ডারসন জিতেছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। এই সিরিজে লৌহমানবী খ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের চরিত্র রূপায়ন করেন তিনি।

এই সিরিজেই প্রিন্স চার্লসের ভূমিকার অভিনয় করে ড্রামা সিরিজ শ্রেণিতে সেরা অভিনেতার পুরস্কার জেতেন জোস ও’কনর। আর ডিউক অব এডিনবরার চরিত্র রূপায়ন করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন টোবিয়াস মেনজিস।

দ্য কুইনস গ্যামবিট

সাত পর্বের দ্য কুইনস গ্যামবিট সিরিজে পঞ্চাশের দশকে এক নারীর দাবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গল্প দেখানো হয়েছে। ২০২০ সালে এটি নেটফ্লিক্সের অন্যতম সফল সিরিজ ছিল। দ্য ক্রাউনের মতো দ্য কুইনস গ্যামবিট ১১টি এমি জিতেছে।

ড্রামা সিরিজ যেমন ক্রাউনের, তেমনি কমেডি সিরিজ শ্রেণিতে জয়জয়কার ছিল অ্যাপল টিভির ‘টেড ল্যাসো’র। আর স্বল্প দৈর্ঘ্যের সিরিজ শ্রেণিতে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জয় করেন টাইটানিকখ্যাত কেইট উইনস্লেট। এইচবিওর সিরিজ মেয়ার অব ইস্টটাউনে এক গোয়েন্দা ভূমিকায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতলেন তিনি।

টেড ল্যাসো

তবে এবারের এমি অ্যাওয়ার্ডে বর্ণবাদের ছাপ দেখতে পেয়েছেন অনেকেই। সমালোচনা উঠেছে, অনেক কালো অভিনেতা-অভিনেত্রী মনোনয়ন পেলেও পুরস্কারজীদের অধিকাংশই সাদা।

বিজয়ীদের তালিকা

কমেডি সিরিজ: টেড ল্যাসো

ড্রামা সিরিজ: দ্য ক্রাউন

লিমিটেড সিরিজ: দ্য কুইনস গেমবিট

অভিনেতা (কমেডি সিরিজ): জেসন সুদেকিস (টেড ল্যাসো)

অভিনেত্রী (কমেডি সিরিজ): জেন স্মার্ট (হ্যাকস)

অভিনেতা (ড্রামা সিরিজ): জশ ও’কনর (দ্য ক্রাউন)

অভিনেত্রী (ড্রামা সিরিজ): অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)

অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি): ইয়ান ম্যাকগ্রেগর (হ্যালস্টন)

অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): কেট উইন্সলেট (মেয়ার অব ইস্টটাউন)

পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): ব্রেট গোল্ডস্টাইন (টেড ল্যাসো)

পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): হান্না ওয়াডিংহাম (টেড ল্যাসো)

পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): টোবিয়াস মেনজিস (প্রিন্স ফিলিপ)

পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): জিলিয়ান অ্যান্ডারসন (দ্য ক্রাউন)

পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): ইভান পিটার্স (ইস্টটাউন)

পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ): জুলিয়ান নিকলসন (মেয়ার অব ইস্টটাউন)

পরিচালক (ড্রামা সিরিজ): জেসিকা হবস (দ্য ক্রাউন)

পরিচালক (কমেডি সিরিজ): লুসিয়া অ্যানিলো (হ্যাকস)

পরিচালক (লিমিটেড সিরিজ): স্কট ফ্রাঙ্কস (দ্য কুইনস গ্যামবিট)

চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): পিটার মরগান (দ্য ক্রাউন)

চিত্রনাট্যকার (কমেডি সিরিজ): লুসিয়া অ্যানিলো (হ্যাকস)

চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ): মাইকেল কোয়েল (আই মে ডেস্ট্রয় ইউ)

প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: রুপল’স ড্র্যাগ রেস

ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

ভ্যারাইটি স্কেচ সিরিজ: শ্যাটারডে নাইট লাইভ

গভর্নরস অ্যাওয়ার্ড: ডেবি অ্যালেন

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //