চলে গেলেন গায়িকা-অভিনেত্রী অলিভিয়া নিউটন

না ফেরার দেশে চলে গেলেন গ্রামি অ্যাওয়ার্ড জয়ী ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়িকা এবং অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন। 

স্থানীয় সময় গতকাল সোমবার (৮ আগস্ট) ক্যালিফোর্নিয়াতে নিজ বাড়িতে তিনি মারা যান। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টে এই খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

অলিভিয়া নিউটন-জন। ছবি: ইনস্টাগ্রাম

সামাজিক মাধ্যমটির ওই পোস্টে বলা হয়, ‘সোমবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তার খামার বাড়িতে মারা যান। সে সময় তার পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।’

অলিভিয়া নিউটন-জন। ছবি: ইনস্টাগ্রাম

৭০-এর দশকের সাড়া জাগানো এই গায়িকা-অভিনেত্রী তার সুকণ্ঠ এবং সৌন্দর্যের জন্য বেশ সুপরিচিত ছিলেন। ১৯৭৮ সালে তিনি ও জন ট্রাভোলটা অভিনীত ‘গ্রিস’ চলচ্চিত্রের বিপুল জনপ্রিয়তা তাকে রাতারাতি একজন সুপারস্টারে পরিণত করে।

অলিভিয়া নিউটন-জন। ছবি: ইনস্টাগ্রাম

১৯৪৮ সালে ইংল্যান্ডের কেমব্রিজে জন্ম নেওয়া এই শিল্পী পরে অস্ট্রেলিয়া চলে যান। ৬০এর দশকে ব্রিটেনে তার গান ক্রমশ জনপ্রিয়তা পায়। ৭০ এর দশকে তার গানের জনপ্রিয়তা আমেরিকাতেও ছড়িয়ে পড়ে। গত প্রায় ৩০ বছর ধরে তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। হলিউডের অনেক তারকাও শোক প্রকাশ করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //