ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। অবশেষে ক্যানসারের সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারেননি তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩।

আজ সোমবার (১৫ জুলাই) ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয় শনিবার (১৩ জুলাই) মারা গেছেন এই অভিনেত্রী ।  

অভিনেত্রীর মুখপাত্র লেসলি স্লোন মৃত্যু সংবাদটি জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু বছর ক্যানসারের সাথে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি।

ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি ২০১৫ সালে সামনে আনেন শ্যানেন। জানিয়েছিলেন স্তন ক্যানসারের কথা। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন তার শরীরে এই রোগ আরও ছড়িয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হেরে গেলেন তিনি।

নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ‘বেভারলি হিলস ৯০২০১০’-এ হাই স্কুল ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’ এর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে ১৯৯৪ সালে ‘বেভারলি হিলস’-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালীন ধারাবাহিকের সহ অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়ান তিনি। পরে সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন। 

উল্লেখ্য, ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজেও কাজ করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ডোহার্টি। নব্বই দশকে ‘অলমোস্ট ডে’ এবং ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //