বড় পর্দায় আবার ফিরছে গডজিলা। জাপানি প্রযোজনা প্রতিষ্ঠান টোহো স্টুডিওজের পক্ষ থেকে এটি জানানো হয়েছে। ৩ নভেম্বর এ মনস্টারের পর্দায় অভিষেকের ৭০ বছর পূর্ণ হলো। ১৯৫৪ সালে জাপানি মনস্টার গডজিলা পর্দায় প্রথম দেখা দেয় ।
সে বছরের ৩ নভেম্বর হলে মুক্তি পায় ‘গজিরা’, যাতে প্রধান চরিত্র হয়ে দেখা দেয় গডজিলা। ৭০ পূর্তি উপলক্ষে গডজিলাকে নিয়ে নতুন ঘোষণা দিলো প্রযোজনা প্রতিষ্ঠান।
গত বছর জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস ওয়ান’ বক্স অফিসে ব্যাপক আলোড়ন তৈরি করে। ৯৬তম অস্কারে সেরা ভিজুয়াল ইফেক্টের পুরস্কারও পায়। সিনেমাটি পরিচালনা করেছিলেন তাকাশি ইয়ামাজাকি। ভিএফএক্সের দায়িত্বও তিনি সামলেছেন। তার হাতেই নির্মিত হবে গডজিলার পরের পর্ব।
শুক্রবার এক্সে টোহো একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে এ খবর। ভিডিওতে তাকাশি ইয়ামাজাকিকে বলতে শোনা যায়, ‘আমার কাছে একটা দারুণ খবর আছে। গডজিলা সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করব। আমাদের সঙ্গেই থাকুন।’
নতুন সিনেমাটি গডজিলা মাইনাস ওয়ানের সিকুয়েল হবে, নাকি স্বতন্ত্র সিনেমা হিসেবেই নির্মিত হবে, তা এখনো জানা যায়নি। ওই সিনেমার বাজেট ছিল ১৫ মিলিয়ন ডলার, আয় করেছিল ১১৬ মিলিয়ন। নতুন সিনেমাটি নির্মিত হবে এর চেয়েও বড় আয়োজনে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গডজিলা গডজিলা মাইনাস ওয়ান হলিউড
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh