টম ক্রুজের শেষ মিশন

একইসঙ্গে দুটি খবর নিয়ে এলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। প্রথম খবর হলো শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ফিরছেন সুপারস্টার। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের অষ্টম সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালের ২৩ মে। এ পর্বের নাম রাখা হয়েছে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’।

মঙ্গলবার প্রথম ট্রেলার প্রকাশ করে নির্মাতা জানালেন, কতটা থ্রিলিং হতে চলেছে ইথান হান্টের এই নয়া অভিযান। এরমধ্যে দিয়ে মন খারাপের খবরও জানান।

মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং দিয়ে শেষ হচ্ছে ইথান হান্টের যাত্রা। এ পর্বের পর আর এই চরিত্রে দেখা যাবে না টম ক্রুজকে।

মিশন ইম্পসিবলের অন্য পর্বগুলোর মতো দ্য ফাইনাল রেকনিংও হবে অ্যাকশনসর্বস্ব, ট্রেলারেও সে আভাস পাওয়া গেল। কখনো টম ক্রুজ স্কুবা ডাইভিং করছেন, ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনে গিয়ে খুঁজছেন কিছু, উড়ছেন, বাইপ্লেন থেকে পড়ে যাচ্ছেন। কিছু দৃশ্যে টমকে দেখা গেল দৌড়াতে, তাকে তাড়া করেছে কয়েকটি চেজিং কার। ভিলেনের সঙ্গে তার একাধিক হাতাহাতির দৃশ্যও আছে।

১৯৯৬ সালে মিশন ইম্পসিবলের সঙ্গে যে জার্নি শুরু হয়েছিল টমের, ২০২৫ সালে দ্য ফাইনাল রেকনিং দিয়ে শেষ হবে সেই সফর। এই দীর্ঘ সময়ে ইথান হান্ট হয়ে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। এই মিশন টম ক্রুজকে পরিচিতি দিয়েছে বিশ্বজুড়ে।

এদিকে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ট্রেলার শেষে টম ক্রুজ বার্তা দিয়েছেন, ‘শেষবারের মতো আমার ওপর ভরসা রাখুন।’

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh