আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেবিগার্ল’ সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান এবং অভিনেতা হ্যারিস ডিকসন। ২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছিল ‘বেবিগার্ল’-এর শুটিং। শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে।
গত ৩০ আগস্ট ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। পরে ১০ সেপ্টেম্বর প্রদর্শিত হয় ৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবে। সিনেমায় গল্পের প্রয়োজনে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে নিকোল কিডম্যান ও হ্যারিস ডিকসনকে। সিনেমায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, পর্দায় সেটাও দেখিয়েছেন নির্মাতা।
‘বেবিগার্ল’ সিনেমার একটি দৃশ্য
ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে
সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছেন নিকোল কিডম্যান।
অভিনেত্রী বলেন, ‘সিনেমার গল্প আমার দারুণ পছন্দ হয়। এ ধরনের চরিত্র ফিরিয়ে দেওয়ার উপায় ছিল না। এটা (অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়) আমার কাজের অংশ। পর্দায় যৌনদৃশ্যে অভিনয় নিয়ে আমার কোনো সংকোচ নেই। আমরা স্বাধীনতা, নারীদের যৌনতৃপ্তি নিয়ে একটা সিনেমা করতে চেয়েছি; পর্দায় সেটাই উঠে এসেছে।’
ডাচ নির্মাতা হেলিনা রেজিনের চতুর্থ সিনেমা ‘বেবিগার্ল’। এই ইরোটিক থ্রিলার সিনেমার অন্যতম প্রযোজকও তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নিকোল কিডম্যান বেবিগার্ল বলিউড
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh