জাপানি অভিনেত্রী-সঙ্গীতশিল্পী মিহো নাকায়ামা আর নেই। শুক্রবার
৬ ডিসেম্বর জাপানের রাজধানী টোকিওর ইবিসু জেলায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তার
দেহ। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪ বছর।
৬ ডিসেম্বর মিহোর ওসাকাতে কনসার্ট করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেটি বাতিল করতে হয়। সেদিনই তার বাড়ির বাথটাব থেকে অচতৈন্য অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মিহোর এজেন্সি তার ওয়েবসাইটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে
বলেছে, আমরা তার আকস্মিক মৃত্যুতে হতবাক। যদিও তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা
যায়নি।
মিহো নাকায়ামা জাপানের সবচেয়ে বড় পপ তারকাদের মধ্যে একজন।
১৯৮০ ও ১৯৯০ এর দশকে গায়িকা হিসেবে জে-পপ'র সাফল্যের শীর্ষে ছিলেন তিনি।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'লাভ লেটার' সিনেমায় অভিনয়ের মধ্যে
দিয়ে ব্যাপক সাড়া জাগান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মিহো নাকায়ামা পপ তারকা সঙ্গীতশিল্পী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh