অস্কারে মনোনয়ন পেলেন যারা

আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন কোনান ও'ব্রায়েন।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঘোষণা করা হলো অস্কারের মনোনয়ন তালিকাও। 

এবারের মনোনীতদের মধ্যে জায়গা করে নিয়েছে সিনেমা- দ্য ব্রুটালিস্ট, এমিলিয়া পেরেজ, উইকড, কনক্লেভ, আ কমপ্লিট আননোন ও আনোরা। এছাড়া সেবাস্টিয়ান স্ট্যানের দিকেও নজর রাখতে হবে। তিনি তার গোল্ডেন গ্লোব জয়ের পর ডাবল মনোনয়নের মাধ্যমে আলোচনায় এসেছেন।  

দেখে নেওয়া যাক এবারের মনোনয়ন কারা পেলেন:

সেরা সিনেমা

আনোরা

দ্য ব্রুটালিস্ট

এ কমপ্লিট আননোন

কনক্লেভ

ডুন: ​​পার্ট টু

এমিলিয়া পেরেজ

আই'ম স্টিল হিয়ার

নিকেল বয়েজ

দ্য সাবস্ট্যান্স

উইকড

সেরা পরিচালক

আনোরা

দ্য ব্রুটালিস্ট

এ কমপ্লিট আননোন

এমিলিয়া পেরেজ

দ্য সাবস্ট্যান্স

সেরা অভিনেতা

অ্যাড্রিয়েন ব্রডি, দ্য ব্রুটালিস্ট

টিমোথি চালামেট, আ কমপ্লিট আননোন

কোলম্যান ডোমিঙ্গো, সিং সিং

রে ফিয়েনেস, কনক্লেভ

সেবাস্টিয়ান স্ট্যান, দ্য অ্যাপ্রেন্টিস

সেরা অভিনেত্রী

সিনথিয়া এরিভো, উইকড

কার্লা সোফিয়া গ্যাসকন, এমিলিয়া পেরেজ

মাইকি ম্যাডিসন, অ্যানোরা

ডেমি মুর, দ্য সাবস্ট্যান্স

ফার্নান্ডা টরেস, আই'ম স্টিল হিয়ার

সেরা পার্শ্ব অভিনেতা

ইউরা বোরিসভ, অ্যানোরা

কিরান কুলকিন, আ রিয়েল পেইন

এডওয়ার্ড নর্টন, আ কমপ্লিট আননোন

গাই পিয়ার্স, দ্য ব্রুটালিস্ট

জেরেমি স্ট্রং, দ্য অ্যাপ্রেন্টিস

সেরা সহ-অভিনেত্রী

মনিকা বারবারো, আ কমপ্লিট আননোন

আরিয়ানা গ্র্যান্ডে, উইকড

ফেলিসিটি জোন্স, দ্য ব্রুটালিস্ট

ইসাবেলা রোসেলিনি, কনক্লেভ

জো সালদানা, এমিলিয়া পেরেজ

সেরা পোশাক নকশা

এ কমপ্লিট আননোন

কনক্লেভ

গ্ল্যাডিয়েটর II

নোসফেরাতু

উইকড

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং

এ ডিফারেন্ট ম্যান

এমিলিয়া পেরেজ

নোসফেরাতু

দ্য সাবস্ট্যান্স

উইকড

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম

বিউটিফুল মেন

ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস

ম্যাজিক ক্যান্ডিস

ওয়ান্ডার টু ওয়ান্ডার

ইয়াক!

সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম

এ লিয়েন

অনুজা

আই অ্যাম নট আ রোবট

দ্য লাস্ট রেঞ্জার

দ্য ম্যান হু ওয়াড নট রিমেইন সাইলেন্ট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য

এ কমপ্লিট আননোন

কনক্লেভ

এমিলিয়া পেরেজ

নিকেল বয়েজ

গান গাও

সেরা মৌলিক চিত্রনাট্য

অ্যানোরা

দ্য ব্রুটালিস্ট

এ রিয়েল পেইন

৫ সেপ্টেম্বর

দ্য সাবস্ট্যান্স

সেরা মৌলিক গান

‘এল মাল,’ এমিলিয়া পেরেজ

‘দ্য জার্নি,’ দ্য সিক্স ট্রিপল এইট

‘লাইক আ বার্ড,’ সিং সিং

‘মি ক্যামিনো,’ এমিলিয়া পেরেজ

‘নেভার টু লেট,’ এলটন জন নেভার টু লেট

সেরা মৌলিক সুর

দ্য ব্রুটালিস্ট

কনক্লেভ

এমিলিয়া পেরেজ

উইকড

দ্য ওয়াইল্ড রোবট

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh