নগ্ন হয়ে লাল গালিচায় তারকা দম্পতি

র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট আবারও বিতর্কে জড়ালেন। দিন কয়েক আগেই স্ত্রীর স্নানের ভিডি প্রকাশ করেছিলেন তিনি। এবার গ্র্যামির লালগালিচায় কানইয়ে ও তার স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।

আজ সোমবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন র‍্যাপার।

বিয়াঙ্কা কালো রঙের একটি কোট পরে লাল গালিচায় আসেন। আলোকচিত্রীদের সামনে এসে কোটটি খুলে ফেলেন। দেখা যায় তার বক্ষ যুগল উন্মুক্ত, যোনি ঢাকা পাতলা কাপড়ে। মাথায় খোঁপা, সঙ্গে মানানসই মেকাপ। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।

লস অ্যাঞ্জেলসের আইন অনুযায়ী, শিল্পের প্রয়োজন ছাড়া জনসমক্ষে নগ্নতা প্রদর্শন একটি অপরাধ। এই কারণে বিয়াঙ্কার জেল ও জরিমানা হতে পারে। এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছয় মাসের কারাবাস ও ১০০০ ডলার জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।

লালগালিচায় পোজ দেওয়ার পরপরই কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।

এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কা ওয়েস্টের এই ধরনের আচরণের সমালোচনা করছেন।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh