মশার উৎপাত কমাতে পারে এই গাছ

গরমে বাড়ছে মশার উৎপাত। মশা তাড়ানোর স্প্রে বা অন্য রাসায়নিক কাজে লাগে ঠিকই, কিন্তু শরীরের উপর সেগুলোর কিছু খারাপ প্রভাবও আছে। 

তবে প্রাকৃতিক উপায়েই তাড়ানো যায় মশা। এমন কয়েকটি গাছ রয়েছে, যা বাড়িতে লাগালে, তার গন্ধে পালাবে মশা। 

দেখে নেয়া যাক তেমনই কয়েকটি গাছ।

গাঁদা 

শুধুমাত্র ফুলের কারণে নয়, এই গাছ বাগানে রাখার অন্য একটা বড় কারণও আছে। গাঁদার গন্ধে মশাসহ বহু পোকামাকড় পালায়। বাগানে বা বারান্দায় এই গাছ থাকলে, সেই পথ দিয়ে মশা ঢুকতে চায় না।

ল্যাভেন্ডার

সাধারণত এই গাছের চারপাশে মশা কেন কোনো পোকামাকড়ই দেখতে পাওয়া যায় না। গন্ধের কারণেই পোকারা এই গাছ থেকে দূরে থাকে। বাড়ি থেকে মশা তাড়াতে তাই এই গাছ বসাতেই পারেন। তবে মনে রাখবেন, শীতে এই গাছের বৃদ্ধি কমে যায়। গরমে আবার তা ফিরে আসে।

রোজমেরি 

মশলা হিসেবে ব্যবহার করার জন্য এই গাছের চাষ হয়। এর পাতার গন্ধে শুধু মশা নয়, আরো বেশ কিছু পতঙ্গ পালায়।

ব্যাসিল বা তুলসী 

মশলা হিসেবে এই গাছটির পাতাও খুব জনপ্রিয়। এর পাতার গন্ধেও মশার অস্বস্তি হয়। তাই এরা কাছে আসে না। তবে এর বেঁচে থাকার জন্য একটু ভেজা পরিবেশ দরকার। আবার একইসাথে দরকার রোদও। ফলে জায়গা মতো বসাতে হয় এই গাছ। কিন্তু যেখানেই বসানো হোক না কেন, সেই পথে মশার আনাগোনা অনেকটাই কমে। -আনন্দবাজার পত্রিকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //