দিনটি যাদের ভালো যাবে আজ

ফুটবল বিশ্বকাপ কিংবা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, সব ক্ষেত্রেই আছে জ্যোতিষ শাস্ত্রের গুরুত্ব। বিশ্বাস কিংবা অবিশ্বাস, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে হাজার বছর ধরে চলে আসছে এই জ্যোতিষ শাস্ত্র। আর জ্যোতিষ শাস্ত্রে প্রাকৃতিক উপাদান বলতে পানি, বায়ু, অগ্নি ও মাটি খুবই গুরুত্বপূর্ণ।

যে চারটি রাশি এই চার উপাদানের প্রতীক, জ্যোতিষ শাস্ত্রে তাদেরকেই সব থেকে শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করেছে। শাস্ত্র অনুযায়ী ১২টি রাশি যথাক্রমে  মেষ, বৃষ, মিথুন,  কর্কট,  সিংহ, কন্যা,  তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এগুলো সম্পর্কে জেনে নেয়া যাক, আজকের দিনটি কেমন যাবে আপনার (রাশিফল)।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) অতিরিক্ত মানসিক চাপের জন্য অমনোযোগিতা বাড়বে। স্পষ্ট কথা বলে অযথা শত্রু তৈরি করা থেকে বিরত থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনার সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করতে হবে।

মিথুন (২১ মে-২০ জুন) কেউ কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। কোনো বিশেষ বন্ধু দ্বারা উপকৃত হবেন। কর্মপরিবেশে মানিয়ে চলার চেষ্টা করুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই) ভুল বোঝাবুঝি বাড়বে। স্থূল আনন্দে গা ভাসিয়ে দেবেন না। খরচ কমাতে চেষ্টা করুন।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। প্রেমে ভুল বোঝাবুঝি তৈরি হবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) শারীরিক ও মানসিক সুস্থতার দিকে বিশেষ সতর্ক হোন। অতিরিক্ত কল্পনাবিষয়ক বিলাসী মানসিকতার জন্য পেশাগত জীবনে সমস্যা তৈরি হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন। চাটুকারিতায় বিভ্রান্ত হবেন না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) সব ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে রুক্ষতা এড়িয়ে চলুন। রোগ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

ধনু  (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হন। স্নায়বিক দুর্বলতায় ভুগতে পারেন। সঠিক পরিকল্পনা গ্রহণ করুন, না হলে সমস্যা তৈরি হবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) ব্যয় কমাতে চেষ্টা করুন। অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার পরিহার করুন। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) সামাজিক মর্যাদা বাড়বে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। সচেষ্ট হলে কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে সফলতা পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) পেশাগত কাজে সফলতা পাবেন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরিসংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //