আজ যাদের হাতে টাকা আসবে

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক শনিবার দিনটি আপনার কেমন যাবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

পেশাগত কাজে সমঝোতা প্রয়োজন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। অর্থকড়ি বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। বিনিয়োগ ও চাকরিসংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। মানসিক পরিতৃপ্তি কম পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

ব্যবসায়িক বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। সামাজিক কাজে সম্পৃক্ততা বাড়তে পারে। আর্থিক যোগাযোগ শুভ। শিক্ষাসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। রোমান্টিক যোগাযোগ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন ভালো যাবে।

মিথুন (২১ মে-২০ জুন)

রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা বাড়বে। তবে কর্মপরিবেশ অনুকূল থাকবে না। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। ব্যবসা সম্প্রসারণের জন্য ভালো সুযোগ পাবেন। দাম্পত্য জীবন ভালো কাটবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দাম্পত্য বিষয়ে সফলতা আসবে। বিনিয়োগে সাবধানে থাকুন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। বৈদেশিক বাণিজ্য ও চুক্তিতে সফলতা পাবেন। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। ভ্রমণ শুভ।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট)

গৃহসংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। পেশাগত কাজে প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখুন। ভ্রমণ হতে পারে। রোমান্টিক সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক ব্যয় বাড়তে পারে। সন্তানের সাফল্য আপনাকে অনুপ্রেরণা জোগাবে।

কন্যা  (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। পারিবারিক আনন্দ উপভোগ করবেন। প্রিয়জনের কাছ থেকে মানসিকভাবে কষ্ট পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। এজেন্সি ব্যবসায়ীদের জন্য ভালো সময়।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আত্মীয়-স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। রোমান্টিক সম্পর্ক উপভোগ করবেন। ভ্রমণে আনন্দ উপভোগ করবেন। নেতিবাচক চিন্তাভাবনা করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের আয়-রোজগার বাড়বে। বিনিয়োগে লাভবান হবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাথা ঠান্ডা রাখুন। মতবিরোধ এড়িয়ে চলুন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক বিষয় শুভ। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক যোগাযোগ শুভ। কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকত পারে। হঠাৎ আর্থিক ব্যয় বাড়তে পারে। ভ্রমণ শুভ। সব ধরনের মতবিরোধ এড়িয়ে চলুন। কারও কারও পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

স্বাস্থ্যগত বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। মানসিক প্রশান্তির জন্য মৌন সময় কাটান। কনস্ট্রাকশন সেক্টরে যুক্তদের ভালো সময়। ক্ষুদ্র বিনিয়োগে লাভবান হতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সিনিয়র কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে যথেষ্ট পজিটিভ থাকার চেষ্টা করুন। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। ভ্রমণসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সৃজনশীল কাজে যুক্তদের ভালো সময়। সব ধরনের মতবিরোধ এড়িয়ে চলুন। আর্থিক যোগাযোগ শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। ভ্রমণসংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh