বছরের প্রথম দিনটি কেমন যাবে

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনটি  আপনার কেমন যাবে।   

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। আমদানি/ রপ্তানির সাথে জড়িতরা এ সময়ের সফর ব্যবসার পরিধিকে বাস্তবায়িত ও লাভজনক করতে পারেন। সপ্তাহের মাঝদিকে কাজের জায়গায় কেউ আপনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কাজেই চারপাশে কী ঘটছে সেটার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। সপ্তাহের শেষদিকে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ও দাতব্য কাজে নিয়োজিত রাখুন। কামদেব জীবনে প্রেমের ঝরনা বওয়াতে এগিয়ে আসবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শূরুতে আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য ও বিশ্বাস উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সপ্তাহের মাঝদিকে ভ্রমণ ভোজ আনন্দ ভালো মেজাজে রাখবে। এটি এমন একটি সময় যখন প্রত্যাশানুযায়ী একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়াবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে সঙ্গী যে দেবদূত সেটা অনুভব করতে পারবেন। ব্যস্ততার সময়ে ব্যবসায়ে বিনিয়োগ করবেন না। তাতে লোকসানই হবে। সপ্তাহের মাঝদিকে কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা প্রয়োজন। সদা সতর্কতা অবলম্বন একান্ত কাম্য। সপ্তাহের শেষদিকে খেলাধুলা ও বহিরাঙ্গনে কাজকর্মে অংশ গ্রহণ শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে যদি স্বাস্থ্যের যত্ন না নেন তবে চাপ অনুভব করতে পারেন। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন। সপ্তাহের মাঝদিকে ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সঙ্গীর সঙ্গে প্রেমের মাধ্যমে সময়টি মঙ্গলময় হয়ে উঠবে। যৌথ ব্যবসায়ে সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। সপ্তাহের শেষদিকে কাজকর্মের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সমস্যায় ফেলতে পারে। উত্তেজনাপূর্ণ সময় যখন ঘনিষ্ঠ সহকারীদের সঙ্গে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দেবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে জীবনকে উপভোগ করার চাহিদা কতটা দেখে নিন। প্রেমময় মেজাজের মধ্যে আছেন। তাই প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। সপ্তাহের মাঝদিকে ওজনের ওপর নজর রাখুন। বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না। যদি আচমকা সিদ্ধান্ত নেন আর অপ্রয়োজনীয় পদক্ষেপ নিলে খারাপ সময় হবে। স্বামী/ স্ত্রী/ সঙ্গী বিছানায় আহত হতে পারেন। উভয়ের প্রতি কোমল হোন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে জমিজমা সংক্রান্ত বিরোধ মারামারির দিকে এগোবে। বিষয়টি সমাধানে অভিভাবকের সাহায্য নিন। এমন মানুষদের সঙ্গে হাত মেলান যারা সৃষ্টিশীল ও আপনার অনুরূপ ধারণা পোষণ করেন। সপ্তাহের মাঝদিকে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে পথে প্রেম আসবে। কাজকর্ম ভালোবাসা ও ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দিয়ে নয়। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না। অহেতুক বিতর্ক বিবাদে পরিবারে উত্তেজনা সৃষ্টি করতে পরে। মনে রাখবেন বিতর্কের মাধ্যমে লাভ করা কোনো জয় প্রকৃত জয় নয়। এটি এড়াতে যতটা সম্ভব যুক্তির ক্ষমতা ব্যবহার করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আত্মীয় স্বজনের ওপর নিজের মত চাপাবেন না, এতে নিজের স্বার্থহানী হবে। আর শুধু মাত্র তাদের বিরক্তের কারণ হবেন। নতুন মক্কেলদের সঙ্গে আপোষ আলোচনা করার জন্য সময়টা চমৎকার। সপ্তাহের মাঝদিকে জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। কারও ভূসম্পত্তি কেনা বেচার জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে। পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। সপ্তাহের শেষদিকে প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আনবে। শুধুমাত্র এটা অনুভব করুন। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও অত্যন্ত মধুর হবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে পরিচিত মানুষদের মাধ্যমে উত্তেজনার নতুন উৎস তৈরি হবে। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরপত্তা বাড়িয়ে তুলবে। দীর্ঘস্থায়ী সম্ভাবনা-সহ বিনিয়োগ করা প্রয়োজন। সপ্তাহের মাঝদিকে আত্মীয়রা দুঃখ ভাগ করে নেবে। নিজের সমস্যা তাদের সঙ্গে খোলা মনে ভাগ করে নিন। তাহলে নিশ্চিতভাবে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহের শেষদিকে পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে হালকা ও আনন্দদায়ক মেজাজে রাখবে। জমি, ভূসম্পত্তি সমস্যার ওপর নজর দেওয়া উচিত।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে শক্তিতে পরিপূর্ণ থাকবেন। এ সময় অসাধারণ কিছু করতে পারেন। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। সপ্তাহের মাঝদিকে আর্থিক অসুবিধা, সমালোচনা ও বিতর্কের মধ্যে নিয়ে যেতে পারে। যারা আপনার কাছে অনেক বেশি প্রত্যাশা করে তাদেরকে না বলার জন্য প্রস্তুত হন। উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য মনোবল ও ব্যবহারিক জ্ঞান থাকবে। সপ্তাহের শেষদিকে চমকে দিয়ে ভাই-বোন আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে সহযোগিতা করার জন্য প্রয়োজন সমর্থন আর ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থকে বিনষ্ট করবে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে, সঠিক দিশা দিন। সপ্তাহের মাঝদিকে সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। নিজের রসবোধ কাউকে কাউকে এই দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করবে। সপ্তাহের শেষদিকে এ সময়ে নেওয়া যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে। তবে অংশীদারদের কাছ থেকে কিছু বিরোধীতার সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়া করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কোনো আধ্যাত্মিক শক্তি বা বয়স্ক ব্যক্তি পথ প্রদর্শন করবে। কারও মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে। প্রেমমূলক কল্পনাগুলো সত্যে পরিণত হতে পারে। সপ্তাহের মাঝদিকে খরচ বেশি না হয় সেই চেষ্টা করুন। আবেগের দিক দিয়ে খুব একটা স্থিতিশীল থাকবেন না। তাই অন্যদের সাথে কী বলছেন সে বিষেয় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ সময়।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে শক্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারে। জেষ্ঠ্যরা কাজের জন্য মুগ্ধ হতে পারে। কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সাথে দেখা হতে পারে। সপ্তাহের মাঝদিকে সামাজিক জীবনকেও অবহেলা করবেন না। ব্যস্ততা থেকে সময় বের করে স্বপরিবারে অনুষ্ঠানে যান। কারও কারও ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে এ সময় আপনাকে অবাক করে দেবে। সপ্তাহের শেষদিকে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। সেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না। অন্যথায় খালি পকেট নিয়ে বাড়ি পৌঁছাতে হবে। বন্ধুদের উদারতার সুযোগ নিতে দেবেন না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh