হিজাব বিতর্ক: কর্ণাটকের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

মুসলিম ছাত্রীরা হিজাব পরে শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারবে না এ নিয়ে ভারতের কর্ণাটকে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। হিজাব দ্বন্দ্ব এড়াতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্বাইয়ে আগামী তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

হিজাব বিতর্কের জেরে মুসলিম ছাত্রীরা রাস্তায় নেমে পড়েছেন। কট্টর হিন্দুত্ববাদ অধ্যুষিত উদুপি জেলার একটি কলেজে ছয় মুসলিম ছাত্রীদের হিজাব পরায় ক্লাস না করতে দেয়ায় এ বিতর্ক শুরু হয়েছে। এখন রাজ্যের সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুসলিম ছাত্রীদের দাবির বিরুদ্ধে হিন্দু রাজনৈতিক সংগঠনগুলোও রাস্তায় নেমে পড়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্বাই জানিয়েছেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে রাজ্যের সব উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে উদুপির জেলার একটি প্রাক-বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীর হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে আদালতে পিটিশন দায়ের করেছে। মঙ্গলবার সে বিষয়ে কর্ণাটকের হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। আদালতের শুনানি আগামীকালও অনুষ্ঠিত হবে। রাজ্যের শিক্ষার্থী এবং জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন কর্ণাটকের আদালত।

আদালতের বিচারক দীক্ষিত কৃষ্ণ শ্রীপদ বলেছেন, জনসাধারণের বুদ্ধিমত্তা এবং নৈতিকতার ওপর আদালতের পূর্ণ আস্থা রয়েছে। জনগণ সেসবের চর্চা করবে বলে আশা করছেন আদালত।

কর্ণাটক রাজ্য কট্টর হিন্দুত্ববাদ রাজনীতির আঁতুড় ঘর বলেও খ্যাত। এ অঞ্চলের ক্ষমতায় রয়েছে মোদির বিজেপি। এ এলাকাতে সংখ্যালঘুদের ধর্মীয় চর্চার স্বাধীনতায় হস্তক্ষেপ নেতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। এমনিতেও সংখ্যালঘুরা বর্তমানে ভারতে নিজেদের নিরাপদ মনে করতে পারছেন না। হিজাব বিতর্ক তা আরো উস্কে দিচ্ছে। এর ফলে ডানপন্থী উগ্র মুসলিম সংগঠনগুলোও মাথা চারা দিয়ে উঠছে। ধর্মীয় সহাবস্থান পরিস্থিতি তৈরি করতে ব্যর্থ হলে ভারতের রাষ্ট্রীয় রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়েও অনেকে সন্দিহান। ভারতে বোরখা বা হিজাব পরা নারীর সংখ্যা নিতান্তই কম নয়। যেখানে মুসলিম নারীরা বোরখা বা হিজাব পরে রাস্তায় চলাচল করে থাকেন সেখানে কর্ণাটকে হিজাব বিতর্ক খারাপ কিছুর দিকে ইঙ্গিত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। সূত্র: এনডিটিভি 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //