১৬০ বার ভূকম্পনে কাঁপল ইতালি

একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস। গত রাতে এসব ভূমিকম্প অনুভূত হয়। গতকাল মঙ্গলবার (২১ মে) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে নেপলসে ১৬০ বারেরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপলস ও এর আশপাশে একের পর এক ভূমিকম্প অনুভূত হলে বাড়িঘর খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় অনেক স্কুল।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন। অনেকে আত্মীয়দের সঙ্গে থাকতে অন্যত্র চলে যান।

নেপলসের এক বাসিন্দা একটি গণমাধ্যমকে বলেন, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

ইল মাত্তিনো পত্রিকাকে এক বাসিন্দা বলেন, ভূমিকম্প এতো জোরাল ছিল যে, মনে হয়েছিল কম্পন কখনও শেষ হবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //