আইনস্টাইন ও চার্লি চ্যাপলিন

বিজ্ঞানী আইনস্টাইন তার ক্ষুরধার মেধার জন্য নিজেকে বিজ্ঞানচর্চায় নিয়োজিত করেছিলেন। তার মেধার তুলনা কেবল তিনি নিজে, কেননা পৃথিবীর অন্যতম আবিষ্কার তারই। তিনি যেমন মেধাবী ছিলেন-নিজের কাজের মাধ্যমে তা প্রমাণ করেছেন বিশ্ববাসীর সামনে। তিনি ছিলেন কথা বলায়ও দারুণ বুদ্ধিদীপ্ত। লেখক বিজ্ঞানী সব সময় কথা বলেন এবং কাজ করেন এমন যা সাধারণ্যে মনে হয় বিচিত্র, তেমনই বিচিত্র আর আনন্দময় ঘটনা আইনস্টাইন ঘটিয়েছেন জীবনে বহুবার। সেখান থেকে একটি ঘটনা জানাচ্ছেন শোয়াইব আহম্মেদ...

১৯৩১ সালে বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন বিজ্ঞানী আইনস্টাইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের ‘সিটি লাইটস’ চলচ্চিত্রের প্রদর্শনী চলছিল। শোর পরে তারা দুজন শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন, তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, ‘সবাই আমাকে সহজেই বোঝে, এ জন্যই আমার এত জনপ্রিয়তা; কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না।’

আইনস্টাইন সহাস্যে প্রত্যুত্তরে জানালেন, ‘কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //