সিরাজুদ দাহারের সমাজমনস্ক কবিতা নিয়ে আলোচনা

সিরাজুদ দাহার খানের কবিতার বই ‘পার্থক্য করতে পারি না’ নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৪ মে) ‘এবং বই’ ও ‘শিক্ষালোক’ এর যৌথ উদ্যোগে ঢাকায় সিদীপ কার্যালয়ের গ্রন্থাগার কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

ফাতিহুল কাদির সম্রাটের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সাংবাদিক সৈয়দ বদরুল আহসান ও উন্নয়ন বিষয়ক লেখক শাহজাহান ভুঁইয়া।


সিরাজুদ দাহার খানের কবিতা নিয়ে আলোচনা সূত্রপাত করেন শিশির মল্লিক, মাহ্ফুজ সালাম ও বাসন্তি সাহা। 

পরে বিস্তারিত আলোচনায় অংশ নেন অনার্য নাঈম, আবু রাকিব, শাসুল হুদা ও ঈপ্সিতা বহ্নি উপমা প্রমুখ। 


‘পার্থক্য করতে পারি না’ থেকে কবিতা পাঠ করেন নাজনীন সাথী, মুসতাগিসুর রহমান বাবু, আদিব সাদমান ও মিঠুন চক্রবর্তী।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন ‘এবং বই’ এর সম্পাদক ফয়সাল আহমেদ ও ‘শিক্ষালোক’ এর নির্বাহী সম্পাদক আলমগীর খান। 


সৈয়দ বদরুল আহসান সাহিত্য ক্ষেত্রে বই নিয়ে আলোচনার গুরুত্ব এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভালো বইয়ের কথা পাঠকসমাজকে জানানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচকগণ কবি সিরাজুদ দাহার খানের আত্মসমালোচনার অকপট সাহস, সমাজসচেতনতা, সহজ উপস্থাপন ও পরিবর্তনকামী বক্তব্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //