ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণের অনুমোদন চীনের

ভারতের আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ নির্মাণ বিষয়ক পরিকল্পনা অনুমোদন দিয়েছে চীনের পার্লামেন্ট। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) চতুর্দশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উত্থাপন করে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকার।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, এই প্রস্তাবনা অনুযায়ী চীনের অধিকৃত স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বত এবং ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ করা হবে। এনপিসির ২০০০ সদস্যের অধিকাংশই এই পরিকল্পনা সমর্থন করেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও কমিউনিস্ট পার্টির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে পাস হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এবং ২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কংগ্রেস এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনুমোদন দিল। ছয় দিনের অধিবেশনের সর্বশেষ দিনে এই অনুমোদন দেয়া হয়।

এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ নদ ব্রহ্মপুত্র। হিমালয়ের কৈলাশ পর্বত থেকে উৎপত্তি হওয়ার পর তিব্বত, ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এই নদ।

গত কয়েক বছর ধরেই ভারত-তিব্বত সীমান্ত এলাকায় এই নদের ওপর বাঁধ নির্মাণের আগ্রহ জানিয়ে আসছে চীন। আর এর প্রেক্ষিতে উদ্বেগ তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশে। উদ্বেগের প্রধান কারণ, উজানে বাঁধ নির্মাণ করা হলে অপেক্ষাকৃত ভাটিতে অবস্থিত দুইটি দেশে পানিপ্রবাহ বিঘ্নিত হবে। তবে চীন দাবি করছে, প্রতিবেশী দেশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা বিবেচনায় রেখেই বাঁধ নির্মাণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //