রাইসিকে কোথায় দাফন করা হবে জানা গেল

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ তাদের সফরসঙ্গীরা। আগামীকাল মঙ্গলবার (২০ মে) রাইসিসহ অন্যদের স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মঙ্গলবার সকালে উত্তর-পশ্চিমের শহর তাবরিজে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। তারপরে তেহরানের ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোম শহরে আরেকটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তাবরিজে রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হবে। এর পর রাইসির মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে। পরে রাইসিকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদে তার নিজ শহরে দাফন করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //