জঙ্গীবাদ নির্মূলে শপথ গ্রহণের আহ্বান কৃষিমন্ত্রীর

জঙ্গীবাদ নির্মূলে নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ধর্মীয় জঙ্গিদের বাংলার মাটি থেকে উৎখাত করব, এটাই হোক আমাদের শপথ। 

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আব্দুর রাজ্জাক বলেন, যারা সাম্প্রদায়িকতাকে ধারণ করে তাদেরকে পশুর সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা সাম্প্রদায়িকতাকে ধারণ করে তারা পশুতুল্য। আমি তাদেরকে ঘৃণা করি। আসুন আজ শপথ নেই, জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছেন। ধর্মীয় জঙ্গিদের বাংলার মাটি থেকে উৎখাত করতে আজ আবার শপথ নিন। এটাই হোক আমাদের শপথ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আমরা দেখেছি ৭৫ এর পর ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে আমাদের মুক্তিযুদ্ধের দর্শনকে ধ্বংস করতে থাকে। ২০০১ সালে একটি নীলনকশা নির্বাচনের মাধ্যমে তারা চেয়েছিল আওয়ামী লীগকে শেষ করবে।

জিয়াউর রহমান, মোশতাক তারা সংবিধানকে রক্ষার শপথ নিয়েছিল। অথচ তারা তাদের শপথ রক্ষা করেননি বলে মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। এ কারণে তাদের বিচার হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //