জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংকের ডিএমডি ফয়েজ আলমের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জনতা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো: ফয়েজ আলম।

আজ বুধবার (২২ মে) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে তিনি এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জনতা ব্যাংক ফরিদপুরের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ আলী,  ফরিদপুরের উপমহাব্যাস্থাপক জনাব সৈয়দ আবু জাহিদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক ইউনিটের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমডি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন ফয়েজ আলম।

এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসিতে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, পেশাগত জীবনের বাইরে ফয়েজ আলম একজন সফল লেখকও। একজন উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক, প্রাবন্ধিক ও কবি হিসেবে তিনি খ্যাত। এডওয়ার্ড সাঈদের বিখ্যাত গ্রন্থ ‘অরিয়েন্টালিজম’-এর অনুবাদক হিসেবেও তার আলাদা খ্যাতি আছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //