‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ পুরস্কার পেল সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক পিএলসির মোবাইল অ্যাপ সোনালী ই-ওয়ালেট ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ নির্বাচিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর ইনোভেশন প্রদর্শনীর (শোকেসিং) রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ই-ওয়ালেট অ্যাপটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচন করা হয়।

গত মঙ্গলবার (২১ মে) অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের হাত হতে সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিমের পক্ষে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মফিজ উদ্দীন আহমেদ, ইনোভেশন টিমের সদস্যসচিব ও উপসচিব ফরিদা ইয়াসমিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //