বাংলাদেশের বাজেট সহায়তা

জাপান সরকারের ঋণ সহায়তার প্রথম কিস্তির ছাড়

জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপানি মুদ্রা ইয়েনের মাধ্যমে দেওয়া ঋণ প্যাকেজের প্রথম কিস্তির সহায়তা সুবিধা চলতি বাজেট পাবে বাংলাদেশ। কিস্তির পরিমাণ ৩০ বিলিয়ন ইয়েন (২০ কোটি ৯০ লাখ ডলার)।

মঙ্গলবার (২৭ জুন) ঢাকায় এ বিষয়ক ‘এক্সচেঞ্জ অব নোটস’ এ স্বাক্ষর করেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।

এছাড়াও ওই অনুষ্ঠানে ঋণ চুক্তিতে  সচিব শরিফা খান এবং বাংলাদেশে জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে স্বাক্ষর করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের সময় বাংলাদেশকে দেশটির বাজেট সহায়তার যে প্রতিশ্রুতি জাপান সরকার দিয়েছিল তার ভিত্তিতেই এই  প্রথম কিস্তির ছাড় দিয়েছে জাপান সরকার। 

আর এই ঋণের সুদহার  ১ দশমিক ৬০ শতাংশ যা ১০ বছরের রেয়াতকালসহ পরবর্তী ২০ বছরে পরিশোধ করতে হবে বাংলাদেশকে ।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৪৪শ জাপানি ইয়েন ঋণ প্যাকেজের এক্সচেঞ্জ অব নোটসে স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত। 

তিনি জানান, এ প্যাকেজে ‘ডেভেলপমেন্ট পলিসি লোন ফর স্ট্রেংদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ অন্তর্ভূক্ত রয়েছে।

এদিকে জাপান সরকার মন্ত্রিসভায় খুব দ্রুততার সঙ্গে এই ঋণ অনুমোদন করেছে বলেও জানান তিনি।

এসময় তিনি দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে এ সহযোগিতা ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //