আদালতে বিচারাধীন ৪১ লাখ ৯ হাজার ৭৫৫ মামলা: এমপি মহুলের প্রশ্নে আইনমন্ত্রী

দেশের আদালতগুলোতে ৪১ লাখ ৯ হাজার ৭৫৫টি মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নাসের শাহরিয়ার জাহেদী মহুলের আনা ছাঁটাই প্রস্তাবের পর দেওয়া বক্তব্য তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য, যারা এই ছাঁটাই প্রস্তাব এনেছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা অত্যন্ত কিছু যুক্তিসঙ্গত কথা বলেছেন। খুব বলেছেন মামলাজটের কথা।

‘মামলাজটের কথা অস্বীকার করার কিছু নাই। আজকের হিসাব হচ্ছে ৪১ লক্ষ ৯ হাজার ৭৫৫টি মামলা কোর্টে আছে।’

তিনি আরো বলেন, ‘মাননীয় স্পিকার, যদি দেখা যায় যে, আজকে থেকে ১৭ বছর আগের কথা যদি আমি বলি, ২০০৭-২০০৮; ২০০৮-এর নির্বাচনের প্রাক্কালে মামলাজট কিন্তু এর থেকে কিছুটা কম ছিল। ৩৫ লক্ষ বা ৩২ লক্ষের মতো ছিল।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //