ঘূর্ণিঝড়েও ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাবি

ঘূর্ণিঝড় মোখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

আজ শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  

উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথারীতি চলবে। ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও এর আশপাশ এলাকায় রবিবার (১৩ মে) আঘাত হানার কথা রয়েছে। তাই, আমাদের পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে।

এর আগে, শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ বছর বিজ্ঞান অনুষদের ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন ৬৯ জন। পরীক্ষার্থীরা তাদের বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে যেভাবে পরীক্ষা হচ্ছে; সেখানে কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, প্রক্টর অফিস, সরকারের গোয়েন্দা সংস্থা, সকলের সম্মিলিত প্রয়াসে যেভাবে ব্যবস্থা নিয়েছে; তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।

তিনি বলেন, কয়েক বছরে প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি। আগে যারা এ প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে আজকে আমরা এ অবস্থানে আসতে সক্ষম হয়েছি। কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না।

এর আগে দুই দফায় পর্যায়ক্রমে গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদ এবং ৬ মে কলা, বিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা হয়। আগামীকাল শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //