ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে একজনকে বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ শুক্রবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে (একাডেমিক ভবন-১) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় তাকে বহিষ্কার করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক শাখা সূত্রে জানা যায়, ঐ পরীক্ষার্থী তার এডমিট কার্ডের অপর পৃষ্ঠায় কালি ছাড়া কলমের নিব দিয়ে চাপ দিয়ে লেখে এনেছিল। যাতে কলমের কালি বুঝা না গেলেও কী লেখা আছে তা স্পষ্ট বুঝা যাচ্ছে। সেখানে বিভিন্ন সাল, তারিখ ও অন্যান্য লেখা পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পরিদর্শকরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, আমরা জিএসটি ভর্তি পরীক্ষার নির্দেশনা মোতাবেক যেকোনো প্রকার জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছি। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে হাবিপ্রবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //