জবির একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে হলের নতুন নাম দেওয়া হয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল’। 

আজ সোমবার (১৩ মে) হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার হলের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে অধ্যাপক ড. দীপিকা রাণী বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরই নাম পরিবর্তনের এ উদ্যোগ নিয়েছেন। নাম পরিবর্তন করার জন্য অনেক আগে থেকেই আলোচনা চলছিল।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সিন্ডিকেটের ৯৫তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে নতুন নামফলক লাগানোর কাজও শেষ হয়েছে।

২০২২ সালের ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের উদ্বোধন করা হয়। পরদিন ১৭ মার্চ ছাত্রীদের হলে ওঠানো হয়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //