প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এদিন টপ অর্ডারে চার ব্যাটারের মধ্যেই তিনজনই পেয়েছেন ফিফটির দেখা। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সফরকারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন। 

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লিনকনে শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৮৭ রান করেছেন রিশাদ। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৫৮, সৌম্য সরকার ৫৯ ও লিটন দাস ৫৫ রান করেন। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ২ বলে ৩০৮ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড একাদশ।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই তৃতীয় উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। 

এরপর প্রতিরোধ গড়ে কিউইরা। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল। দুজনের জুটি শতরান ছাড়ায়। পোপলিকে ৯২ রানে প্যাভিলিয়নে ফেরান আফিফ। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ৮৯ রান করে আউট হন সন্দীপ। শেষদিকে জই ফিল্ডের ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //