শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাসকিনের খেলা নিয়ে যা জানালো বিসিবি

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের আগে চোটে পড়েন পেসার তাসকিন আহমেদ। যে কারণে সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাওয়া নিয়েও জেগেছিলো শঙ্কা। তবে সুসংবাদ হলো বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তার সার্ভিস পাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলতে কোনো বাধা নেই।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।

তিনি বলেন, তাসকিন অনেক উন্নতি করেছে। আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিলো, যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৮ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।

লঙ্কান ম্যাচকে সামনে রেখে পুনর্বাসনের অংশ হিসেবে গতকাল সোমবার (৩ জুন) বোলিং অনুশীলন করেছেন তাসকিন। 

উল্লেখ্য, বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে চারটি ম্যাচ মোট তিনটি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //