ছন্দে নেই সাকিব, যা বলল বিসিবি

ব্যাটে-বলে ভালো পারফর্ম করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই দিক থেকেই তিনি নেই চেনা ছন্দে। সাকিবের অফফর্ম প্রসঙ্গে গতকাল শনিবার (৮ জুন) গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই সাকিব পারফর্ম করুক। কারণ সাকিব অলরাউন্ডার। সে ব্যাটিং বোলিং আমাদের হয়ে দুইটা কাজ করে থাকে সে। সে যদি আরেকটু ওয়ার্কআউট করে, আরেকটু হার্ডওয়ার্ক করে আমার মনে হয় অবশ্যই সে ফর্মে ফিরবে। ফর্মটা টেম্পোরারি। অবশ্যই সে অবদান রাখবে আগামী ম্যাচগুলোতে।’

শ্রীলঙ্কার সঙ্গে জয় নিয়ে জালাল বলেন, ‘একটা টুর্নামেন্টের শুরুতে যদি প্রথম ম্যাচটা কোনো দল জিতে তাহলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায়। এখন বিশ্বকাপে আমাদের এটা খুব দরকার ছিল। আমরা ২ পয়েন্ট দিয়ে শুরু করেছি। আশা করছি যে এখানে যা ম্যাচ আছে পরে আছে ওয়েস্ট ইন্ডিজে সেখানে আশা করছি আমাদের দল অবশ্যই ভালো করবে।’

জয়ের পর উদযাপন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘উদযাপন (হবে) দেখি আমরা ভালো করি আরও। আমাদের লক্ষ্য আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া।’

দলের ওপর মানসিক চাপ ছিল উল্লেখ করে জালাল বলেন, ‘(দলের উপর) চাপ ছিল কারণ আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি। প্লেয়ারদের উপর মানসিক চাপ ছিল। তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমরা দেখেছি ২ দিন আগে থেকে যখন অনুশীলন করেছিল, টিম মিটিং করেছিল তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি ছিল। তারা সবসময় নিজেদের চাঙা রাখতে চেষ্টা করে। এটা দরকার ছিল কারণ কেউ যদি ভেঙে পড়ত তাহলে হয়ত মাঠে গিয়ে প্রভাব পড়ত। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //