আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

আজ মঙ্গলবার সকালে (১৮ জুন) গ্রস আইসলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ২ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে চার ম্যাচে তিন জয় ও এক হার আফগানিস্তানের। এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে তারা। নিকোলাস পুরান গড়েছেন ব্যক্তিগত রেকর্ড।

দুই দলই আগেই সুপার এইট নিশ্চিত করেছে। তাছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হওয়াও এবার কোনো প্রভাব ফেলবে না। তাই এই ম্যাচটিকে সুপার এইট শুরুর আগের প্রস্তুতি হিসেবেই ধরে নেওয়া যায়। সেই প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ আফগানিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। 

সেন্ট লুসিয়ায় টসে হেরে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরানের ৯৮ রানের ইনিংসে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যা তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। ৯৮ রানের ইনিংস খেলার পথে পুরান গড়েছেন একটি রেকর্ড। ৮টি  ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন এই উইকেটকিপার ব্যাটসম্যানের। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরানের ছক্কা এখন ১২৮টি। এর আগে ১২৪ ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন ক্রিস গেইল। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ৫০০ ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০৫৬টি ছক্কার মালিক গেইল।

পুরানের ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি কিছু দলীয় রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতে ৯২ রান তোলে স্বাগতিকরা, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া তাদের করা ২১৮ এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। 

২১৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে যায় আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাকয় ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। মোতি তুলে নেন ২টি উইকেট। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অপরদিকে আফগানিস্তান খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //