রশিদ খানকে শাস্তি দিলো আইসিসি

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে সতীর্থের দিকে ব্যাট ছুঁড়ে মেরেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। নিজের এমন কাণ্ডের জন্য এবার শাস্তি পেলেন আফগান অধিনায়ক। আচরণবিধি ভঙ্গের কারণে রশিদকে তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

বাংলাদেশ হারালেই সেমিফাইনালে উঠবে, এমন ম্যাচে আফগানিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ছিল বেশ মন্থর। ইনিংসের শেষদিকে একটা সম্মানজনক স্কোর দাঁড় করানোর চেষ্টা করেন অধিনায়ক রশিদ। তবে টাইগারদের আঁটসাঁট বোলিংয়ে শেষমেশ সেটা সম্ভব হয়নি। দ্রুত রান তুলতে না পেরে ইনিংসের শেষদিকে মেজাজ হারিয়ে ফেলেন রশিদ। ব্যাট ছুঁড়ে মারেন সতীর্থের দিকে।    

আফগানিস্তান ইনিংসের শেষ ওভারে দুই রান নেওয়ার চেষ্টায় প্রায় স্ট্রাইক প্রান্তে দৌড়ে গিয়েছিলেন রশিদ। তবে সেখানে থাকা তার সঙ্গী করিম জানাত এক রানের বেশি নিতে চাননি। দৌড়ে উইকেটের মাঝামাঝি চলে আসার পর সতীর্থের অসম্মতি দেখে রশিদ মেজাজ হারিয়ে ফেলেন। রাগে-ক্ষোভে ব্যাট ছুঁড়ে মারেন আফগান অধিনায়ক। পরে ব্যাট তুলে এনে করিম শান্ত করেন রশিদকে।    

এই ঘটনার প্রায় দুই দিন পর এবার রশিদকে শাস্তি দিয়েছে আইসিসি। খেলার মাঠে আচরণ বিধি ভাঙায় তাকে তিরস্কার করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও গিয়েছে আফগান অলরাউন্ডারের ঝুলিতে। বুধবার (২৬ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইসিসি।

আইসিসির বিবৃতি মতে, রশিদের আচরণে প্লেয়ারদের কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা লঙ্ঘন হয়েছে। যেখানে নিষেধাজ্ঞা রয়েছে বিপজ্জনকভাবে কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি জায়গায় বল বা অন্য কোনো ক্রিকেটীয় সরঞ্জাম ছুঁড়ে মারার ব্যাপারে। ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নেওয়ার ফলে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। এ নিয়ে ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন রশিদ।

প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে বুধবার (২৬ জুন) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানরা। ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর তারৌবা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //