যেটা খেলতে মন চায় খেলো, তবে ভদ্রতা বজায় রেখে: ডিপজল

গত ১৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। নিপুণের হঠাৎ এমন আচরণে গত দুইদিন পর এবার মুখ খুলেছেন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল।

ডিপজল বলেন, ‘যার কথা (নিপুণ) আপনারা বললেন, তিনি তো বাপকেই অস্বীকার করেন। রক্তের সমস্যা না হলে কেউ এমন করতে পারে না। কারণ, যার জন্য তার মুখ সবাই চিনল তাকেই আবার তিনি ভুলে যান! দুনিয়াতে আর কি দেখব? ‘মামলা খেলবা? আসো। যেটা খেলতে মন চায় সেটাই খেলো কিন্তু সেটা যেন হয় ভদ্রতা বজায় রেখে।’

ডিপজল বলেন, ‘এইসব নোংরা কাজ করতে করতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটা আর যেন ধ্বংসে পথে যেন না যায় সেজন্য যে কাজ করা দরকার আমাদের সেটাই করতে হবে। সবাই সুন্দর ও ধৈর্য ধরে কাজ করলে আমাদেরই লাভ।’

গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের ফল মেনে নিয়ে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। কিন্তু হঠাৎই ১৫ মে নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত এই সাধারণ সম্পাদক প্রার্থী। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //