জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, হলি আর্টিজানের ঘটনার পর আর জঙ্গির কোনো ঘটনা ঘটেনি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও মিডিয়া ব্যাপক ভূমিকা রাখছে। কুমিল্লা থেকে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে তাদের আমরাই ট্রেস করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ পুলিশ কুমিল্লার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, কোন পরিস্থিতি কীভাবে রপ্ত করতে হয়, সে সম্পর্কে ধারণা লাভ করেছি। আগামী দিনের কর্মসূচিগুলো কীভাবে মোকাবিলা করতে হবে তা আমরা জানি।

কুমিল্লার বিষয়ে তিনি বলেন, চাকরির সুবাদে কুমিল্লা পুলিশ লাইনসে ছয় মাস থেকেছি। দাউদকান্দিতে চাকরি করেছে। কুমিল্লার প্রতি ভালোবাসা অনেক পুরোনো। বহুদিন পর আজ আবার কুমিল্লায় আসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //