মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুবে গেলো পণ্যবাহী ট্রলার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে এমভি মোহছেন আউলিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা সাত মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

ট্রলারের মাঝি মোহাম্মদ জিহাদ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারীঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। সকাল ৯টার দিকে কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় পৌঁছলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক পাশে থাকা এমভি মায়মুনা নামে একটি জাহাজ এসে আমাদের সাত মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করে।  

ওসি আরো বলেন, জিডিতে ট্রলার মাঝি জিহাদ উল্লেখ করেন, ট্রলারে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //